প্যারিসে হামলার পর সিঙ্গাপুরে সতর্কতা


প্রকাশিত: ১১:৫২ এএম, ১৪ নভেম্বর ২০১৫

ফ্রান্সের প্যারিসে ভয়াবহ হামলার পর সিঙ্গাপুরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগাম এক বিবৃতিতে বলেন, এসব হামলার মানে বিশ্বের কোনো দেশই আর নিরাপদ নয়। এমনকি নিরাপত্তা ব্যবস্থা যতই জোরদার হোক।

তিনি বলেন, আমরাও নিরাপত্তা সতর্কতা বৃদ্ধি করেছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সীমান্তে তল্লাশি ও প্রহরা জোরদার করা হয়েছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, সিঙ্গাপুরকে নিরাপদ ও নিশ্চিত রাখতে প্রত্যেকেরই ভূমিকা রাখতে হবে। সতর্ক থাকতে এবং সন্দেহজনক যে কোনো কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী হসিয়েন লুং প্যারিসে হামলার ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাঁদ।

এসঅাইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।