রৌদ্রোজ্জ্বল আবহে শুরু নববর্ষের সকাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০১ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

অডিও শুনুন

পরিষ্কার আকাশ ও রোদের আলোয় খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিন শুরু হয়েছে ঢাকায়। ঘোর শীতের এ সকালেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কোনো শৈত্যপ্রবাহ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

পিডি/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।