ই-কমার্স মেলা নিয়ে রেভারির আ্যাপ
ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা নিয়ে নতুন অ্যাপ তৈরি করেছে নির্মাতা প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসা। গুগল প্লে`র বিজনেস ক্যাটাগরিতে `ই-কমার্স ফেয়ার` অ্যাপ্লিকেশনটি অবমুক্ত করা হয়েছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নাসিমা আক্তার নিশা।
মেলা সম্পর্কিত তথ্য আরো সহজভাবে সবার কাছে পৌঁছে দেয়ার জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রেভারির `ই-কমার্স ফেয়ার` অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কেউ মেলায় অনুষ্ঠিতব্য ইভেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। বিভিন্ন সেমিনারে অংশগ্রণের নিবন্ধন সুবিধার পাশাপাশি এতে থাকছে মেলা সম্পর্কিত ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য সুবিধা।
অনলাইনে গুগল প্লে স্টোর থেকে https://goo.gl/SKHMTr ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন : http://reveriegroup.com ও http://facebook.com/ReverieLabMimosa ঠিকানায়।
এসকেডি/আরআইপি