করোনা রোগীর সুস্থতার হার ৮৯ শতাংশ ছাড়িয়েছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এক হাজার ৩৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৫৭ হাজার ৪৫৯ জনে। আর মোট সুস্থতার হার ৮৯ শতাংশ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের ১৮০টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ২০৪টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮টি। নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হিসেবে সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৮ শতাংশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৯০ জন, চট্টগ্রামে ১৯৫ জন, রংপুরে ৫০ জন, খুলনায় ৩৭ জন, বরিশালে ৩৬ জন, রাজশাহীতে ৪৮ জন, সিলেটে ২৮ জন এবং ময়মনসিংহ বিভাগে পাঁচজন রয়েছেন।

এমইউ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।