মৌলভীবাজার-৩ : স্বামীর আসনে স্ত্রী মনোনীত


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১৪ নভেম্বর ২০১৫

মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন শনিবার মোট ৫ প্রার্থীর মধ্যে ৪ জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

একমাত্র বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিণী সৈয়দা সায়েরা মহসীন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এ আসনে নির্বাচিত হতে যাচ্ছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয় পার্টির প্রার্থী (এরশাদ) সৈয়দ নুরুল হক, স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ ও মো. খোরশেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুধু আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিণী সৈয়দা সায়েরা মহসীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার ইস্তাফিজুল হক আখন্দ জানান, বিভিন্ন কারণে শুধু সৈয়দা সায়েরা মহসীন ছাড়া অপর ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন তাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে।

গত ১১ নভেম্বর এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আগামী ৮ ডিসেম্বর সৈয়দ মহসীন আলীর শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী। তার মৃত্যুর পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করেন।

ছামির মাহমুদ/ এসএস/ এআরএ/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।