ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক


প্রকাশিত: ০৮:০৫ এএম, ১৪ নভেম্বর ২০১৫

ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় কোটচাদপুর উপজেলা জামায়াতের আমিরসহ জামায়াত ও বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় জামায়াতের আমীর আজিজুর রহমানের কাছ থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়। তিনি কোটচাঁদপুর উপজেলার কলেজ পাড়ার বাবর আলীর ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযানকালে কোটচাঁদপুর উপজেলা শহরের বলুহর বাসস্টান্ড থেকে উপজেলা জামায়াতের আমীর আজিজুর রহমানকে ৪টি ককটেলসহ আটক করা হয়। এছাড়াও জেলার ৬টি উপজেলা থেকে জামায়াত ও বিএনপির আরো ১০ কর্মীকে আটক করা হয়।

এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ৩ জামায়াত, কোটচাঁদপুর উপজেলা থেকে ৪ জামায়াত এবং শৈলকুপা, হরিণাকুন্ডু, কালীগঞ্জ ও মহেশপুর উপজেলা থেকে ১ জন করে আটক করা হয়েছে। এর মধ্যে শৈলকুপা থেকে এক বিএনপি কর্মীকে আটক করা হয়। শনিবার জিজ্ঞাসাবাদ শেষে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও তিনি জানান।

এসএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।