গর্ভবতী মায়েদের জন্য মোবাইল অ্যাপ


প্রকাশিত: ০৮:০৩ এএম, ১৪ নভেম্বর ২০১৫

উন্মুক্ত হলো `আপনজন সগর্ভা` - গর্ভবতী মায়েদের জন্য বাংলা ভাষায় সর্বপ্রথম স্বয়ংসম্পূর্ণ মোবাইল অ্যাপ যার মাধ্যমে একজন গর্ভবতী মা গর্ভাবস্থায় তাঁর ও তাঁর গর্ভস্থ সন্তানের জন্য বিভিন্ন তথ্য পাবার পাশাপাশি গর্ভাবস্থায় কী খেতে হবে, কখন কী করতে হবে, গর্ভাবস্থায় তাঁর ওজন ঠিকমত বাড়ছে কিনা এসবকিছু জানতে পারবেন।

শুধু তাই নয়, সন্তান জন্মাবার সম্ভাব্য তারিখ নির্ণয় করা, নিজের উপসর্গগুলো আর অনুভূতিগুলো ডায়েরিতে লিখে রাখা, ২১ সপ্তাহের পর থেকে গর্ভের শিশু ক`বার নড়ছে তার হিসাব রাখা এমন অনেক কিছুই করতে পারবেন।
আর এই অ্যাপ ব্যবহার করে আপনজন স্বাস্থ্যতথ্যসেবায় নিবন্ধন করার পর থেকে দিন-রাত ২৪ ঘন্টা ডাক্তারের সাথে কথা বলার সুযোগ তো থাকছেই।

আপাতত অ্যাপটি পাওয়া যাচ্ছে এন্ড্রয়েড স্মার্টফোনের জন্য। শীঘ্রই আমরা অ্যাপটি নিয়ে আসছি আইওএস ও উইন্ডোজ ফোনের জন্যেও। খবর জানতে সংযুক্ত থাকুন ও চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।

এন্ড্রয়েড ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.bd.aponjon.pregnancy

এইচএন/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।