প্যারিসে হামলায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক ও নিন্দা


প্রকাশিত: ০৬:৫০ এএম, ১৪ নভেম্বর ২০১৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ‘তীব্র নিন্দা’ ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন তাঁরা।

বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সেই সঙ্গে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিও জানান তাঁরা।

প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্যারিসে প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে শতাধিক ব্যক্তি নিহত হন।

এসকেডি/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।