পেপসির আড়ালে সৌদিতে যাচ্ছিল বিয়ারের ক্যান


প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৩ নভেম্বর ২০১৫

পেপসির লেবেলের আড়ালে ৪৮ হাজার বিয়ারের ক্যান দেশে ঢোকার মুখে আটক করেছে সৌদি আরব কাস্টম্স দফতর। কাস্টম্স দফতর তাদের এক রিপোর্টে জানিয়েছে, আল-বাথা সীমান্তের কাছে এই অবৈধ বিয়ারের ক্যানগুলো আটক করা হয়েছে।

জানা গেছে, চেকিংয়ের দায়িত্বে থাকা অফিসাররা সব কয়েকটি প্যাকেজিং পরীক্ষা করে দেখছিলেন। এসমং এক অফিসারের সন্দেহ হয়, যে বাক্সের মধ্যে থাকা পেপসি নকল হতে পারে। সেই মতো একটি বাক্স কাটতেই একটি ক্যানের ওপর থেকে খানিকটা লেবেল উঠে যায়। পরে সেই লেবেলটি টেনে ছিঁড়তেই ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়ে। দেখা যায় বিয়ারের ক্যানের উপরে পেপসির লেবেল লাগানো।

সৌদি আরবে মদ্যপান বা এ ধরনের কোনও পানীয় রাখা কঠোর অপরাধ বলে গণ্য করা হয়। বিয়ার নিয়ে যাওয়ার অপরাধে প্রত্যেকটি ট্রাক, তাদের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।