ইসমাইল অপহরণ মামলায় নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের দাবি


প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৩ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ব্যবসায়ী ইসমাইল অপহরণের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।

আর ইসমাইল অপহরণের ঘটনায় নূর হোসেনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়েছে। নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক রহস্যের উন্মোচন হতে পারে বলেও ধারণা করছেন পরিবারের সদস্যরা।

জানা যায়, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস থামিয়ে ফিল্ম স্টাইলে ইসমাইলকে অপহরণ করা হয়। ওই ঘটনায় ইসমাইলের ছোট ভাই মান্নান বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন।

আলোচিত সাত খুনের পর তারা জানতে পারেন ইসমাইল অপহরণের সঙ্গে নূর হোসেন ও চাকরিচ্যুত র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, মেজর আরিফ, এমএম রানা জড়িত রয়েছেন। এরপর একই বছরের ১২ নভেম্বর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে র্যাব-১১ এর চাকরিচ্যুত তিন কর্মকর্তা ও নূর হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মান্নান।

পরে বিচারক মামলার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে সাত খুনের ঘটনার প্রতিবেদনের সঙ্গে এ অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দিতে গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ তদন্ত করছে।

মামলার বাদী মান্নানের দাবি নূর হোসেনকে ইসমাইল অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করতে পারে ডিবি পুলিশ। এছাড়া আলোচিত সাত খুনের মামলার তদন্ত ডিবি পুলিশই করেছে।  

শাহাদাত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।