সুন্দরবন মার্কেটে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

গুলিস্তানের সুন্দরবন সুপার মার্কেটে নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে ওই মার্কেটে অভিযান চলছে।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান, এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবীর ত্রপা এই অভিযান পরিচালনা করছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান বলেন, ওই মার্কেটে সাত শতাধিক নকশা বহির্ভূত দোকান বা স্থাপনা রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাঁটাচলার পথ, লিফট এবং টয়লেটের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। ইতোমধ্যে এক-তৃতীয়াংশ দোকান গুঁড়িয়ে দেয়া হয়েছে। সব দোকান অপসারণ করার পর মার্কেটটির সৌন্দর্য বাড়বে। সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন বৈধ ব্যবসায়ীরা।

এমএমএ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।