ল্যাপটপ মেলায় গেমারদের বিশ্ব জয়


প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৩ নভেম্বর ২০১৫

দু চার মিনিট পরপরই বোমার শব্দ।  বিকট শব্দে কান বন্ধ হওয়ার উপক্রম। কেউ দিচ্ছেন হর্ষধ্বনি আবার কারো মুখে হতাশার চাপ। অনেক যুবক অপেক্ষমান। কেউবা গোল বলে লাফিয়ে উঠছে। কেউ আবার শত্রু বধ করার আনন্দে লাফিয়ে। ইয়াহু বলে স্বজোরে চিৎকার করছে। কারও কারও উত্তেজনা দেখে অন্যরা উৎসাহ পাচ্ছে। কেউবা আছেন মিশন জয়ের পরিকল্পনায় ।

প্রত্যেকের কানে হেডফোন। এভাবেই একদল তারুণ মাতিয়ে তুলেছে পুরো মেলার গেট। এরা সবাই গেমার। এডুমেকার ল্যাপটপ মেলায় গিগাবাইট আয়োজন করেছে আগত গেমারদের জন্য রোমাঞ্চকর গেম খেলার প্রতিযোগিতা। মেলার প্রবেশ পথে বাম পাশে ১২টা কম্পিউটারের সামনে কালো টি-শার্ট পরে গেমাররা বসেছেন।

প্রত্যেকের টি-শার্টে গিগাবাইটের লোগো। কেউ কি-বোর্ডে কেউ বা আবার জয় স্টিকে। প্রত্যেক গেমারের পেছনে অপেক্ষমান অন্য গেমার। খেলা শেষ হতেই জায়গা দখল হয়ে যাচ্ছে। গেমারদের সঙ্গে দর্শকদেরও উত্তেজনার কমতি নেই। সঙ্গে আসা বন্ধু গেম খেলছে। অন্যজন বন্ধুর জয়ে উল্লাসিত, পরাজয়ে দুঃখ প্রকাশ। অগনিত তরুণ দর্শক জোট বেধে উপভোগ করছে গেম প্রতিযোগিতা।

lap
 
গিগাবাইটের গেম পরিচালক কর্মকর্তা বাসহিতুল ইসলাম বলেন, মেলায় অনেক গেমারের আগমন ঘটেছে। ভালো সাড়া মিলছে ব্যপক। গেমাররা দলে দলে আসছে, গেম খেলছে।
 
এর আগে বৃহস্পতিবার ছিলো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিবন্ধন পর্ব। শনিবার বাছাই পর্ব চলেছে। আগামী কাল চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। ফিফা ১৫ গেইম চ্যাম্পিয়ন পাবেন ৮ হাজার টাকা এবং রানার-আপ পাবেন ৫ হাজার টাকা। কল অব ডিউটি চার চ্যাম্পিয়ন পাবেন ১২ হাজার টাকা এবং রানার আপ পাবেন ৮ হাজার টাকা।

আরএম/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।