চাঁদাবাজি বন্ধ না হলে পরিবহনে শৃঙ্খলা ফিরবে না : এনায়েত উল্যাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০

দুর্ঘটনা এবং চাঁদাবাজি বন্ধ না হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি পরিবহন মালিকদের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

শ্রমিক ও মালিকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে এনায়েত উল্যাহ বলেন, ‘পরিবহনে দুর্ঘটনা এবং চাঁদাবাজি কমিটি গঠন করা হয়েছ। এই বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক দিন ধরে দেখা যাচ্ছে, অনেক চালকের সঙ্গে মালিকের যোগাযোগ নেই। অনেক সময় দেখা যায়, চালক পাশে বসে আছে, চালকের সহকারী গাড়ি চালাচ্ছে। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা যাতে না হয়।’

‘আমি ট্রাক মালিকদের বলছি, আপনারা আপনাদের চালকদের সঙ্গে বসবেন। কী করলে দুর্ঘটনা কমিয়ে আনা যায় সেই বিষয়ে আলোচনা করবেন। দুর্ঘটনার কারণগুলো সম্পর্কে যদি আপনারা চালকদেরকে অবহিত না করেন তাহলে তো দুর্ঘটনাগুলো বাড়তেই থাকবে।’

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএমএ/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।