রফতানিপণ্য বহুমুখীকরণে সাড়ে চারশ কোটি টাকার চার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বলেছেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে)’ প্রকল্পের মাধ্যমে রফতানিপণ্য বহুমুখীকরণে বৈচিত্র্য, মান ও উৎকর্ষতা সাধনের জন্য যুগোপযোগি আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যে ৪টি টেকনোলজি সেন্টার নির্মাণ করতে যাচ্ছে। আজ চট্টগ্রামের মিরশরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিশ্বমানের টেকনোলজি সেন্টার নির্মাণের জন্য বেজার কাছ থেকে ১০ একর জমি বুঝে পাওয়া গেল।’

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চটগ্রামের মিরশরাইয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সম্মেলন কক্ষে বেজা কর্তৃক বাণিজ্য মন্ত্রলালয়ের ইসিফোরজে প্রকল্পের কাছে ১০ একর জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্য সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি কর্তৃপক্ষ ইসিফোরজে প্রকল্পের কাছে ৪ দশমিক ০৪ একর জমি হস্তানন্তর করেছে। বাকি দু’টির জমিও পাওয়া যাবে। এই প্রকল্পের অধীনে সাড়ে চারশ’ কোটি টাকা ব্যায়ে ৪টি আন্তর্জাতিকমানের প্রযুক্তিকেন্দ্র নির্মাণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা ২০৩০, সরকারের ভিশন তথা ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা অর্জনে ভূমিকা রাখতে সক্ষম হবো।’

বাণিজ্যসচিব বলেন, ‘দেশের রফতানি বৃদ্ধির জন্য সরকার এ অঞ্চলের গুরুত্ব বিবেচনা করে এবং ব্যবসায়ী মহলের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজার মাধ্যমে শিল্প অবকাঠামো উন্নয়নে দেশের সর্ববৃহৎ পরিকল্পিত শিল্পনগরি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরশরাই গড়ে তুলছে। এখানে আধুনিক সুবিধা সম্বলিত বিশ্বমানের এ টেকনোলজি সেন্টারে হালকা প্রকৌশল ও প্লাস্টিকস খাতসহ সংশ্লিষ্ট ম্যানুফ্যাকচারিং খাতের শিল্প সমূহের জন্য লাগসই প্রযুক্তিগত সেবা, যুগোপযোগী প্রশিক্ষণ, আন্তর্জাতিক বাজারসংক্রান্ত তথ্য সরবরাহ, প্রয়োজনীয় কারিগরি ও ব্যবসায়িক পরামর্শ সেবা প্রদানের মাধ্যমে দেশীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পসমূহকে রফতানি-সক্ষম করে তোলা হবে।’

প্রকল্পের সাড়ে চারশ’ কোটি টাকার মধ্যে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে পাওয়া গেছে ৩১৮ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার ১৩২ কোটি টাকা ব্যয় করছে। অনুষ্ঠানে বেজার পক্ষ থেকে বাণিজ্য সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে উল্লিখিত জমি হস্তান্তর করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের ইসিফোরজে প্রকল্পের পরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বেজার যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান বক্তব্য রাখেন।

আইএইচআর/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।