‘রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-জাপান একসঙ্গে কাজ করছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও জাপান একসঙ্গে কাজ করছে। রোহিঙ্গা প্রত্যাবাসন যাতে সহজে হয় তা নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গেও জাপান যোগাযোগ রাখছে।’

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ির অবকাঠামো উন্নয়ন হলে ভবিষ্যতে ওই এলাকা বাংলাদেশের সিঙ্গাপুর হতে পারে। আগামী ২০ বছরের মধ্যে ওই এলাকার উন্নয়ন সম্ভব।’

অনুষ্ঠানে ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ ডিকাবের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্রদূতকে মাতারবাড়ি সমুদ্রবন্দর ও রোহিঙ্গা প্রত্যাবসানসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।

এওয়াইএইচ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।