খালেদার দেশে ফেরা নিয়ে সন্দেহ বাড়ছে : কামরুল


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৩ নভেম্বর ২০১৫

বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে আদৌ দেশে ফিরবেন কি না তা নিয়ে জনমনে সন্দেহ বাড়ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন। সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদের নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, তার ( খালেদা জিয়ার) বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি দুর্নীতি মামলায় বিচার কাজ দ্রুত শেষ হচ্ছে। ওই মামলায় সাজা হতে পারে এমনটি খালেদা জিয়া উপলদ্ধি করতে পেরেছেন। আর এ কারণেই বারবার দেশে ফেরার সিদ্ধান্ত নিলেও পরিবর্তন করছেন।

বিদেশে গিয়ে খালোদা জিয়া এবং তারেক রহমান ষড়যন্ত্র করছেন উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করে তারা দেশেকে অচল করতে চায়। যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধীতা করেছিলেন, খালেদা এখন তাদের কাছে ধন্না দিচ্ছেন। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব, যেমন করেছিলাম মুক্তিযুদ্ধে।
 
সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিলে সংসদ ভবন থেকে জিয়াউর রহমানসহ সকল কবর স্থানান্তর করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এই বিষয় নিয়ে বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে। তাতে কোনো লাভ হবে না। আন্দোনের হুমকি দিয়ে সরকারের কোনো সিদ্ধান্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। বিএনপির আর সেই শক্তি নেই, যা দিয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দিতে পারে।

সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

এএসএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।