রাজধানীতে গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ ৩


প্রকাশিত: ০৬:০২ এএম, ১৩ নভেম্বর ২০১৫

রাজধানীর ওয়ারীতে একটি বাসার গ্যাসের পাইপ বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টিপু সুলতান রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, আলমগীর হোসেন (৬০), তার স্ত্রী হোসনে আরা বেগম (৪২) ও তাদের মেয়ে শারমিন আলম (২১)। গৃহকর্তা আলমগীরের শরীরের ৯৫ শতাংশ, হোসনে আরার ৪০ শতাংশ ও শারমিনের ৩০ শতাংশ পুড়ে গেছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধ আলমগীরের শ্যালক আবদুল সাত্তার বলেন, রাতে রান্না করার সময় হঠাৎ করে গ্যাসের পাইপে বিস্ফোরণ ঘটে। এতে আলমগীর, হোসনে আরা ও শারমিন দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।