প্রধানমন্ত্রী হবিগঞ্জে যাচ্ছেন ২৯ নভেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দিনের সফরে ২৯ নভেম্বর হবিগঞ্জ যাচ্ছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার সফরসূচি হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ২৯ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় অবস্থান করবেন।
এ সময় তিনি বিবিয়ানা গ্যাস ফিল্ড সম্প্রসারণ প্রকল্প, নবীগঞ্জ, বিবিয়ানা- ধনুয়া ৩৬ ইঞ্চি ব্যাসবিশিষ্ট উচ্চচাপ পাইপ সঞ্চালন লাইন, বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট- ০২ (৩৪১ মেগাওয়াট), ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক (এন-২) হাইওয়ে হতে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট সংযোগ সড়ক এবং ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন, নবীগঞ্জ এর উদ্বোধন করবেন।
এ ছাড়া তিনি বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট- ০১ (দক্ষিণ, ৩৮৩ মেগাওয়াট), পারকুল, নবীগঞ্জ, বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট- ০৩ (উত্তর, ৪০০ মেগাওয়াট), পারকুল, নবীগঞ্জ ও বিজনাই ব্রিজ, নবীগঞ্জ (রসুলপুর- রইছগঞ্জ- পানিউমদা রাস্তায় ৯০.১০০ মি. গার্ডার আরসিসি ব্রিজ নির্মাণ) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।