আল-জাজিরার ‘ভুল প্রতিবেদনের’ প্রতিবাদে সমাবেশ (ভিডিও)
গত ৩ নভেম্বর আল-জাজিরায় বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন সম্প্রচারিত হয়। সম্প্রচারিত প্রতিবেদনে আল জাজিরার বাংলাদেশ প্রতিনিধি মাহের সাত্তার বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩ থেকে ৫ লাখ বলে উল্লেখ করেন। এমনই দাবি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মাহমুদুল হক মুন্সি।
প্রতিবেদনে মিথ্য তথ্য পরিবেশনের প্রতিবাদে শনিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। কোন ব্যানার নয়, একটি ইংরেজী প্ল্যাকার্ড নিজ হাতে লিখে নিয়ে চলে আসার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
এ নিয়ে ফেসবুকে একটি ইভেন্ট (www.facebook.com/events/723173237749876) খোলা হয়েছে।
ইভেন্টের ইনফোতে বলা হয়েছে, জামায়াতী প্রোপাগান্ডার অস্ত্র হিসেবে আল জাজিরা ব্যবহৃত হয়ে এসেছে অনেক আগে থেকেই। এর আগে নিকোলাস হক গোলাম আযমকে নিয়ে `হৃদয়স্পর্শী` রিপোর্ট করে। শাহবাগ আন্দোলনকে যুদ্ধাপরাধীদের পক্ষের আন্দোলন বলে চালিয়ে দেয়, যার ফলশ্রুতিতে চাকরি হারাতে হয় তাকে। কিন্তু নতুন নতুন ষড়যন্ত্র ও নতুন নতুন ইতিহাসের সৃষ্টি থেমে থাকেনি। যার সর্বশেষ নমুনা What`s behind Bangladesh`s war crimes trials? নামক এই রিপোর্টটি।
রিপোর্টটি দেখলে মনে হবে বাংলাদেশে রাজাকার নামে কিছু নেই, আদতে মুসলিম রাজনীতি করে বলে এই বৃদ্ধ অসহায় মানুষগুলিকে ধরে ধরে ফাঁসি দেয়া হচ্ছে। যার নাম দেয়া হয়েছে জুডিশিয়াল কিলিং!
জামায়াতী লবিয়িস্ট হিসেবে কাজ করে যাচ্ছেন ডেভিড বার্গম্যান, যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল নিয়ে কটুক্তি ও মিথ্যে তথ্য প্রদানের দায়ে ট্রাইব্যুনালেই একটি মামলা বিচারাধীন! সেই ডেভিড বার্গম্যানের ব্লগের লিংক থেকেই নাকি এই ৩ লক্ষ থেকে ৫ লক্ষের তথ্য পেয়েছেন মাহের সাত্তার।