শেখ হাসিনা ভাঙবে মচকাবে না
যত ঝড়ই আসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙবে, তবু মচকাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বৃহস্পতিবার রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি এসব কথা বলেন তিনি।
শেখ সেলিম বলেন, পদ্মাসেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছে সরকার। কিন্ত বিএনপি সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তা বাতিল করেছে। যত ঝড়ই আসুক বঙ্গবন্ধুর মেয়ে ভাঙবে তো মচকাবে না। আগে আমরা দুর্বল ছিলাম এখন সবল।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তিনি বলেন, লন্ডনে থেকে তিনি দুই বিদেশিকে মেরে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু এক মাসের মধ্যে আমরা হত্যাকারীকে সনাক্ত করেছি। যে কোনোভাবে বর্তমান সরকারকে হটানোর চেষ্টা করছে। কারণ সাকা চৌধুরী ও মুজাহিদকে যেন বাঁচাতে পারে। এ জন্যই বিদেশিকে হত্যাসহ নানা কর্মকাণ্ড চলাচ্ছে তারা। কোনো সন্ত্রাসীর কাছে আমরা মাথানত করবো না।
এ সময় তিনি আগামী তিন বছরের জন্য জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মো. জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক কাজী কেরামত আলীর নাম ঘোষণা করা করেন।
রুবেলুর রহমান/এআরএ/পিআর