টেকনাফ সীমান্তে ৪ মিয়ানমার নাগরিক আটক


প্রকাশিত: ০১:৪১ পিএম, ১২ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে চার মিয়ানমার রাখাইন নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মিয়ানমার বুচিদং রাশিদং এলাকার সিংতালার স্ত্রী সুমিও সিং(৬০), লুনি চি স্ত্রী মাছাই (৩৫), উনচু মং এর মেয়ে জিন ছনি (১৭) ও বাশির ছেলে জাতানও (১৫)।

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ পিবিজিএম জানান, হ্নীলা বিওপি চৌকির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী পাড়া নাফনদী সীমান্তে অভিযান চালিয়ে চার মিয়ানমারের নাগরিককে আটক করে।

আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হ্নীলা চৌধুরী পাড়া এলাকার উচেমপ্রুর ছেলে অংসেন চুকে পলাতক আসামি করে বৈদেশিক নাগরিক ও সহায়তার আইনে মামলা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।