ভাসানটেকের পুনর্বাসন ফ্ল্যাট অবশেষে দখলমুক্ত


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১২ নভেম্বর ২০১৫

অবশেষে দখলমুক্ত হলো রাজধানীর ভাসানটেক থানাধীন এলাকায় খাস জমিতে বস্তিবাসী, স্বল্প আয় ও ছিন্নমূল মানুষের জন্য সরকার কর্তৃক গড়ে তোলা ১২টি পুনর্বাসন ফ্ল্যাট।
 
ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয় দখলমুক্ত অভিযান।
 
পুনর্বাসন ফ্ল্যাট দখল উচ্ছেদ অভিযানের নের্তৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান।
 
তিনি জাগো নিউজকে জানান, সরকার ভাসানটেক বস্তিবাসী, স্বল্প আয় ও ছিন্নমূল মানুষকে আবাসন সুবিধা দেয়ার জন্য সরকারি খাস জমিতে ১২টি পুনর্বাসন ফ্ল্যাট নির্মাণ করে।
 
ভূমি মন্ত্রণালয়ের পুনর্বাসন প্রকল্পের আওতায় ভানাসটেকে ৪৭ দশমিক ৯ একর সরকারি খাস জমিতে নির্মিত এই ফ্ল্যাটগুলো নির্মাণ করা হয়।
 
কিন্তু ফ্ল্যাটগুলো বরাদ্দ দেয়ার আগেই বেদখল হয়ে যায়। দখলের কারণে  গত ১০/১২ মাস যাবত ফ্ল্যাটগুলো বরাদ্দ দেয়া সম্ভব হয়নি।
 
এসময় উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পুনর্বাসন প্রকল্পের পরিচালক, ভাসানটেক থানার ইন্সপেক্টর (তদন্ত) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
 
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা প্রশাসন খুব শিগগিরি ফ্ল্যাট গুলো বরাদ্দ দেবে বলেও জানান তিনি।

জেইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।