নাটোরে আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা


প্রকাশিত: ১২:২০ পিএম, ১২ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

জ্যেষ্ঠ সহকারী জজ হুমায়ন কবীরের আদালত সাত দিনের জন্য বর্জনের ঘোষণা দিয়েছেন নাটোর জেলা আইনজীবী সমিতি। সাত দিনের মধ্যে তাকে প্রত্যাহার করা না হলে লাগাতার আদালত বর্জন করা হবে।

বৃহস্পতিবার সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আইনজীবীদের সঙ্গে অশালীন আচরণ ও মনগড়া বিচারিক সিদ্ধান্ত দেয়ার অভিযোগে আইনজীবীরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া, বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলার দায়িত্বরত জ্যেষ্ঠ সহকারী জজ হুমায়ন কবীরের প্রত্যাহারের দাবিতে দিনব্যাপি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৯ জন আইনজীবী বক্তব্য রাখেন। বক্তারা প্রত্যেকেই অভিযোগ করেন, সহকারী জজ হুমায়ন কবীর মনগড়াভাবে আদালত পরিচালনা করেন। প্রকাশ্য আদালতে আইনজীবীদের লাঞ্ছিত করেন। তার আশালীন আচরণে আইনজীবীরা অতিষ্ট হয়ে উঠেছেন বলে বক্তারা অভিযোগ করেন।

রেজাউল করিম রেজা/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।