লোকসংগীত উৎসবে আজ গাইবেন যারা


প্রকাশিত: ১১:০৭ এএম, ১২ নভেম্বর ২০১৫

লোকজ গান নিয়ে আজ বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫’। এখানে গান পরিবেশন করেবন বিশ্ব বরেন্য লোক গানের শিল্পীরা।

আয়োজক সান ইভেন্টস ও মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, তিন দিনের এই আয়োজনে অংশ নিচ্ছেন পাঁচ দেশের শতাধিক কণ্ঠশিল্পী, সংগীতায়োজক ও ব্যান্ড দল।

তারমধ্যে প্রথমদিন মঞ্চে আসবেন ফরিদা পারভীন, চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায় জুটি, পল্লবী ড্যান্স সেন্টার, দ্য অর্ক মুখার্জি কালেক্টটিভ, রব ফকির এবং শাফি মন্ডলের সাথে লাবিক, কামাল গৌরব, সায়েন জহুর, পাপন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

ঢাকা আর্মি স্টেডিয়ামে আজ থেকে ১৪ নভেম্বর প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে এই সংগীতায়োজন।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।