বর্ষসেরা অভিযাত্রী ওয়াসফিয়া


প্রকাশিত: ০৩:১৭ এএম, ০৮ নভেম্বর ২০১৪

এভারেস্টজয়ী দ্বিতীয় বাংলাদেশী নারী ওয়াসফিয়া নাজরীন ন্যাশনাল জিওগ্রাফির বর্ষসেরা অভিযাত্রীর খেতাব পেয়েছেন। দুঃসাহসী অভিযানের মাধ্যমে নারীর ক্ষমতায়নে নিজের অঙ্গীকার ও কর্মতৎপরতার জন্য ওয়াসফিয়াকে ২০১৪ সালের অন্যতম বর্ষসেরা হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার ন্যাশনাল জিওগ্রাফির ওয়েবসাইটে বর্ষসেরা অভিযাত্রীদের তালিকা প্রকাশ করা হয়। প্রতিবছর বিভিন্ন ক্ষেত্র থেকে ১০ জনকে বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত করে ন্যাশনাল জিওগ্রাফি। এ ছাড়াও পিপলস চয়েজ অ্যাওয়ার্ড নামে দ্বিতীয় একটি পুরস্কারের ঘোষণা দিয়েছে ন্যাশনাল জিওগ্রাফি, যাতে এই ১০ অভিযাত্রীর প্রত্যেককে প্রতিদিন একবার করে ভোট দেয়া যাবে।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে পিপলস চয়েজ অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে। ২০১২ সালের ৯ জুন দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট চূড়ায় উঠেন ওয়াসফিয়া নাজরীন। এর আগে বাংলাদেশী প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। তার পথ ধরে এই গৌরবের ভাগিদার হন এমএ মুহিত ও নিশাত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।