পাথরঘাটায় ট্রলারসহ ৫ মণ জাটকা জব্দ


প্রকাশিত: ০৯:১৬ এএম, ১২ নভেম্বর ২০১৫

বরগুনার বিষখালী ও পায়রা নদীর মোহনায় অভিযান চালিয়ে পাঁচ মণ জাটকাসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। নিয়মিত টহলের সময় বৃহস্পতিবার দুপুরে একটি ট্রলার থেকে এসব মাছ উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আফসার উদ্দিন জাগো নিউজকে জানান, পাথরঘাটার লালদিয়ার চর এলাকায় একটি ট্রলার ধাওয়া করে। ট্রলারে থাকা জেলেরা ট্রলারটিকে বিষখালী ও পায়রা নদীর মোহনার লালদিয়ার চর এলাকায় তীরে থামিয়ে পালিয়ে যান। পরে ট্রলারের খন্দ থেকে পাঁচ-ছয় মণ জাটকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জব্দ করা জাটকাগুলো মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।

মো. সাইফুল ইসলাম মিরাজ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।