সিগারেট থেকেই হাউজ বিল্ডিংয়ের আগুন


প্রকাশিত: ০৯:১১ এএম, ১২ নভেম্বর ২০১৫

সিগারেটের আগুন থেকেই হাউস বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হালিম জাগো নিউজকে জানান, সিগারেট না নিভিয়ে তা ময়লার ঝুড়িতে ফেলায় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি কিংবা কেউ হতাহত হয়নি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিল এলাকায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ১০তলা ভবনটির ৪ তলায় এঘটনা ঘটে।

 এআর/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।