দ্বিতীয়বারের মত আইসিএসবি পুরস্কার পেলো বিএটিবি


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ১২ নভেম্বর ২০১৫

প্রতিষ্ঠানে সুশাসন চর্চার স্বীকৃতি হিসেবে ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গর্ভনেন্স এক্সেলেন্স ২০১৪’ এর সাধারণ উৎপাদনে অসামান্য অবদান রাখার জন্য দ্বিতীয়বারের মত আইসিএসবি পুরস্কার পেলো ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ (বিএটিবি)।

বিএটিবি এর ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনিম এবং বোর্ড অব ডিরেক্টর’স মেম্বার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাত থেকে মঙ্গলবার এই পুরস্কার গ্রহণ করেন।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়েছে। ২০১৩ সালেও একই ক্যাটাগরিতে শীর্ষস্থান পেয়েছিল বিএটিবি।

এসএইচএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।