ভাস্কর্যবিরোধীদের অবস্থান সভ্যতার বিরুদ্ধে : ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৪ ডিসেম্বর ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘ভাস্কর্যবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর বক্তব্য সভ্যতার বিরুদ্ধে।’

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ঢাবি ভিসি বলেন, ‘ভাস্কর্যবিরোধীরা যে বক্তব্য দিচ্ছে তা মানবতাবিরোধী, মানবিক মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের অপপ্রয়াস বাংলার মাটিতে কখনও সফল হবে না।’

আখতারুজ্জামান আরও বলেন, ‘আমরা যদি বঙ্গবন্ধু আর ৭১-এর আজকের এই দিনে বুদ্ধিজীবীদের না হারাতাম, তবে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে তার থেকে অনেক এগিয়ে যেত।’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান ভিসি। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।