ফুলবাড়িয়া মার্কেটে চতুর্থ দিনের মতো উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান অপসারণে চতুর্থ দিনের মতো অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন (ডিএসসিসি)। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিটি করপোরশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।

ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, সিটি করপোরশন মালিকানাধীন এই মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত বা অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাটা-চলার পথ, টয়লেট, লিফটের জায়গা, ফুটপাতে করা হয়েছে। তাই ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে গত মঙ্গলবার থেকে এই মার্কেটে অভিযান চলছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ইতোমধ্যে দুই-তৃতীয়াংশ অবৈধ দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কয়েকদিন এই মার্কেটে অভিযান চালানো হবে।

এমএমএ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।