শিক্ষা ক্যাডারে পদোন্নতি পাচ্ছেন ১৭৫৩ শিক্ষক


প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৭ নভেম্বর ২০১৪

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১ হাজার ৭৫৩ জন শিক্ষকের পদোন্নতি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সংক্রান্ত বিভাগীয় পদোন্নতি কমিটির সিদ্ধান্তে সই করেছেন।

জানা গেছে, ১ হাজার ৮৮ জনকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে এবং ৬৬৫ জনকে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে। এর ফলে ১ হাজার ৭৫৩ জন শিক্ষকের পদোন্নতি চূড়ান্ত হলো।

কয়েক দিন আগে ৩৬৭ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে একসঙ্গে এটাই সবচেয়ে বড় পদোন্নতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।