পিরোজপুরে নিখোঁজ পুলিশের সন্ধান মিলেছে


প্রকাশিত: ০৫:৫২ এএম, ১২ নভেম্বর ২০১৫

পিরোজপুরের সেই নিখোঁজ কনস্টেবলের সন্ধান মিলেছে। টানা তিন দিন নিখোঁজের পর তাকে ঝালকাঠির তথশের খোঁয়াঘাট এলাকায় নিজ বাড়ির পাশে পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে করা হয়। বর্তমানে তাকে পিরোজপুর এসপি কার্যালয়ে নেয়া হয়েছে।

পুলিশ কনস্টেবল (নম্বর-৪৪৯) মলয় দাস রহস্যজনকভাবে গত সোমবার সকাল থেকে নিখোঁজ হয়েছিলেন।  পিরোজপুরের পুলিশ প্রসাশন তার অনেক সন্ধান করে। মলয় দাস পিরোজপুর সদর কোর্টে কর্মরত ছিলেন।

নিখোঁজ হবার পর তার সন্ধানের জন্য ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম চেচড়ি গ্রামের বাড়িতেও খোঁজ নেয়া হয়েছে। তার স্ত্রী ও দুই সন্তান ঝালকাঠি শহরে বসবাস করেন। এ ঘটনার পর মলয়ের ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিখোঁজ পুলিশ সদস্যের ব্যবহৃত গ্রামীন ও বাংলালিংক নম্বর সংগ্রহ করে তা ওই দুই কোম্পানিকে ট্র্যাকিং করে অনুসন্ধান করে দেখার জন্য বলেছে।   
 
নিখোঁজ হবার ব্যাপারে কোর্ট ইন্সপেক্টর মো. শাহ আলম সোমবার রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

হাসান মামুন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।