সব রেকর্ড ছাড়িয়ে গেল আলিবাবার বিক্রি
অনলাইনে কেনাকাটার ‘সবচেয়ে বড় দিন’ হিসেবে পরিচিত ‘সিঙ্গেলস ডে’র প্রথম ঘণ্টায় ৩.৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিক্রি করেছে আলিবাবা, যা তাদের গত বছরে একই সময়ের বিক্রির প্রায় দ্বিগুণ। বুধবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, চীনে এবারের সিঙ্গেলস ডেতে নতুন রেকর্ড গড়ার পথে রয়েছে ‘ই-কমার্স’ জায়ান্ট আলিবাবা।
চব্বিশ ঘণ্টার এই ইভেন্ট শুরুর প্রায় ১২ ঘণ্টার মধ্যেই এই সাইটে ক্রেতারা ৯.৩ বিলিয়ন ডলারের পণ্য কিনেছে। গত বছর এই দিনে তাদের মোট বিক্রির পরিমাণ ছিল ৯.৩ বিলিয়ন ডলার।
আলিবাবা জানিয়েছে, মধ্যরাতে এই বিশেষ ইভেন্ট চালু করার পর প্রথম আট মিনিটেই বিক্রি হয়েছে এক বিলিয়ন ডলারের পণ্য।
আলিবাবা ``সিঙ্গলস্ ডে`` হিসাবে ১১ই নভেম্বর দিনটি উদযাপন শুরু করেছিল ছয় বছর আগে। এই তারিখে চারটি `১` সংখ্যা থাকায় দিনটি একাকীদের জন্য উৎসর্গ করা হয়। একাকী যারা জীবন কাটান এই দিনে তাদের খরচ করার জন্য আলিবাবা বিশেষ মূল্যছাড় এবং অনলাইন ক্রেতা আকর্ষণ চালু করে।
যাদের প্রেমিক প্রেমিকা বা সঙ্গী সঙ্গিনী নেই তাদের জন্য ভ্যালেনটাইন্স ডে-র বিকল্প দিন হিসাবে ১১-১১-র যাত্রা শুরু হওয়ার পর থেকে প্রতিবছর এই দিনটি চীনে ক্রেতাদের জন্য কেনাকাটার একটি বিশেষ দিন হয়ে উঠেছে। আমেরিকায় সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার দিন হিসাবে চালু ``সাইবার মানডে``-র এ পর্যন্ত বিক্রির রেকর্ড ১.৩৫ বিলিয়ন।
অনেক বাজার বিশেষজ্ঞ বলছেন, দিনটি চীনের ``পুঁজিবাদী ছুটির দিন``- আর দিনটি চীনের ক্রেতাদের কাছে নাটক, উত্তেজনা আর উৎসাহে ভরপুর একটি দিন।
এক তরুণী ক্রেতা হতাশ হয়ে বলেছেন, আমি দুটো ভিন্ন ডিজাইনের কোট কিনতে চেয়েছিলাম, কিন্তু প্রথম তিন মিনিটে সব বিক্রি শেষ। আরেক তরুণী বলেছেন, আমি রাতের মধ্যেই সব অর্থ শেষ করে ফেলেছি- এবার খিদে পেলে ধুলো খেয়ে থাকতে হবে- আমার পকেট খালি।
বেজিং থেকে বিবিসির এক সংবাদদাতা বলছেন, এই বিপুল পরিমাণ অর্থব্যয় দেখে এটা ধরে নেয়া ভুল হবে যে চীনের অর্থনীতি দারুণ অবস্থায়। আসলে অনেক ক্রেতা কমখরচে বাজার করার আশায় ``সিঙ্গলস্ ডে``-র অপেক্ষায় বসে থাকেন। তাই এই সময় কেনার এই হিড়িক।
চীনে অনলাইন কেনাকাটার জন্য মোবাইলের ব্যবহার বাড়ছে। আলিবাবা বলছে, প্রথম এক ঘন্টায় দুই কোটি ৭০ লাখ পণ্য কেনা হয়েছে মোবাইল অর্ডারের মাধ্যমে। ধারনা করা হচ্ছে ১৭ লাখ কুরিয়ার ৪ লাখ গাড়ি এবং ২০০টি বিমান এই সব পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেবে।
চীনের অনলাইন বাজারের ৮০ শতাংশের বেশি কেনাকাটা হয় আলিবাবা সাইটে।
জেডএইচ/আরআইপি