কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৭ নভেম্বর ২০১৪

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সীমানার ভেতর ওয়ার্মি কম্বল কারখানায় অগ্নিকাণ্ডের পর কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাভ্যন্তরে নিরাপত্তার পাশাপাশি সীমানা দেয়াল ঘেঁষে টহল দিচ্ছেন ঢাকা মহানগরের পাঁচ প্লাটুন পুলিশ। এছাড়া একই সাথে কারাগারের সীমানায় জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে কতৃপক্ষ।

কারাগার সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পরপরই কারাগারের ভেতরে মেঘনা, পদ্মা, মেডিকেল, মণিহার এই চার ওয়ার্ডের চার হাজার কারাবন্দীদের আত্মরক্ষার জন্য কারাগারের ভেতরে খোলা জায়গায় রাখা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ জানান, অগ্নিকাণ্ডকে পুঁজি করে কারাগারে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে জন্য কারারক্ষীরা ভেতরে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাইরের এলাকাতেও পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিশেষ বার্তায় রাজারবাগ পুলিশ লাইন, পাবলিক ম্যানেজমেন্ট অর্ডার (পিএমও) এবং ঢাকার অধিকাংশ থানা থেকে কর্তব্যরত পুলিশের একটি অংশকে এনে কেন্দ্রীয় কারাগারে টহল বাড়ানো হয়।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সীমানার ভেতর ওয়ার্মি কম্বল কারখানায় আগুন লাগে। পরে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।