চট্টগ্রামে হাম-রুবেলার টিকা পাবে সাড়ে ১৯ লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

চট্টগ্রামে ১৯ লাখ ৫৯ হাজার ৭১২টি শিশুকে ভাইরাসজনিত সংক্রমণ রোগ হাম-রুবেলার টিকা খাওয়ানো হবে। আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারির মধ্যে জেলার ১৪টি উপজেলা ও বন্দর নগরীর ৪১টি ওয়ার্ডে ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুকে এক ডোজ করে টিকা দেয়া হবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী এসব তথ্য জানান।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, নির্দিষ্ট বয়সের কোনো শিশু আগে হাম-রুবেলা টিকা পেলেও ক্যাম্পেইন চলাকালে এক ডোজ টিকা অতিরিক্ত হিসেবে নিতে হবে। টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে হবে। মুখে মাস্ক পরে টিকা কেন্দ্রে আসতে হবে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ১৪টি উপজেলার চার হাজার ৮৪৩টি টিকাদান কেন্দ্রে টিকা দেয়া হবে। করোনা সংক্রমণ-রোধে স্বাস্থ্যবিধি মেনে টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, হাম সাধারণত আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। শিশু ছাড়াও যেকোনো বয়সে হাম হতে পারে। রুবেলা রোগের জীবাণু প্রধানত বাতাসের সাহায্যে শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে এবং লক্ষণ দেখা দেয়।

আবু আজাদ/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।