শাহজালালে মুক্তিযুদ্ধের সময় নিক্ষিপ্ত ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় মাটির নিচ থেকে ২৫০ কেজি ওজনের একটি জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে। বোমাটি মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপআির) জানিয়েছে, বুধবার (৯ ডিসেম্বর ) সকাল ৯টার দিকে বোমাটির সন্ধান পাওয়া যায়।

খবর পেয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে নিরাপদ স্থানে বোমাটি ধ্বংস করার জন্য বিমান বাহিনীর পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়।

বোমা বিশেষজ্ঞদের ধারণা, বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

এমইউ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।