বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৭ নভেম্বর ২০১৪

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়ার, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাগণকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

তিনি আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়াও প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল জয়লাভ করায় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ পৃথক বার্তায় ক্রিকেট দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ এক অভিনন্দন বার্তায় বলেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য দেশের জন্য গৌরবের বিষয়। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে সকল শ্রেণী-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। তবেই সকল ক্ষেত্রে আমরা উন্নতি লাভ করতে সক্ষম হব।

পৃথক এক অভিনন্দন বার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বলেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান সাফল্যে জাতি হিসেবে আমরা গৌরাবান্বিত। এ জয়ের ধারা অব্যাহত রাখতে তিনি ক্রিকেট দলকে আরও অনুশীলন করার পরামর্শ দেন।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দল তিন ম্যাচ সিরিজ টেস্টে সফরকারী জিম্বাবুয়ে দলকে দুই ম্যাচে হারিয়ে জয়লাভ করেছে। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।