একদিন আগে আটকে গেল দুই ইউপির ভোট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ তথ্য জানান।

তিনি জানান, হাইকোর্ট বিভাগে এ-সংক্রান্ত রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ইউনিয়ন দুটির নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এ ইউনিয়ন দুটিতে ভোটগ্রহণের দিন ধার্য ছিল।

এছাড়া আগামী বৃহস্পতিবার ১০টি উপজেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন, পাঁচটি পৌরসভা ও চারটি ইউনিয়নে সাধারণ এবং সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

১০টি উপজেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন

বগুড়ার শেরপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান, নওগাঁর রানীনগরে চেয়ারম্যান, পাবনার ঈশ্বরদী ও বেড়ায় চেয়ারম্যান, সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান, যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে মহিলা ভাইস চেয়ারম্যান, রাজবাড়ীর গোয়ালন্দে চেয়ারম্যান, নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

যে পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন : ফরিদপুরের ফরিদপুর ও মধুখালী; মাদারীপুরের রাজৈর; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা।

চার ইউনিয়নে সাধারণ নির্বাচন : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড় ও চর শোলমারী এবং রাঙ্গামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন।

৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন: ময়মনসিংহের নান্দাইলের জাহাঙ্গীরপুর; নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া; শরীয়তপুর ভেদরগঞ্জের ডিএমখালি; মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল; হবিগঞ্জ সদরের রাজিউড়া; কুমিল্লা মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ও রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর উপজেলার মগবান উপজেলা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট এলাকায় ভোটের দিন যেসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য দফতর/সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরতদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এইচএস/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।