শীত ও কুয়াশা উপভোগ করছেন নগরবাসী!

‘অ্যাই, মিতু-অমিত কোথায়?’ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে প্রাতঃভ্রমণে আসা এলিফ্যান্ট রোডের আনোয়ারা জামান পাশে দাঁড়িয়ে থাকা দুই ছেলেমেয়েকে দেখতে না পেয়ে স্বামী আফজালুর রহমানকে এভাবেই প্রশ্ন করছিলেন।
জবাবে আফজালুর রহমান হেসে বললেন, ‘ভয় পেও না, ওই যে ওরা মাঠে খেলছে।’ এবার আনোয়ারা বেগম পাল্টা প্রশ্ন করেন, ‘কোথায় ওরা, আমি তো দেখতে পাচ্ছি না।’
আফজালুর রহমান স্ত্রীর হাত ধরে কয়েক কদম এগিয়ে গেলেন। সবুজ ঘাসের মাঠে দুই সন্তানকে এভাবে দৌড়াদৌড়ি করতে দেখে এবার আনোয়ারা বেগমের মুখে হাসি ফুটে ওঠে।
কাছাকাছি অবস্থান করলেও আনোয়ারা বেগম সন্তানদের না দেখার কারণ ঘন কুয়াশা। ঘন কুয়াশার কারণে দৃষ্টির আড়ালে পড়ে যাওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আনোয়ারা জানান, কয়েকদিন ধরে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকায় সন্তানদের নিয়ে প্রতিদিন প্রাতঃভ্রমণে আসেন। সকলেই এ আবহাওয়া খুব পছন্দ ও উপভোগ করছেন।
তিনি আরও জানান, গত কয়েকদিন হালকা কুয়াশা থাকলেও আজ (মঙ্গলবার) রাজধানীতে ঘন কুয়াশা পড়েছে। তবে কুয়াশার এক ধরনের সৌন্দর্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাদের মতো আরও কয়েকটি পরিবারকে সন্তানদের নিয়ে উদ্যানে আসতে দেখা যায়।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, আজ ভোরে ঘন কুয়াশার কারণে চিরচেনা ঢাকা যেন অন্যরকম অচেনা ঢাকায় পরিণত হয়। কয়েকদিন আগেও কাকডাকা ভোর থেকে রাস্তাঘাটে শ্রমজীবী মানুষের হাঁকডাক থাকলেও এখন ঘন কুয়াশা ও শীত শুরু হওয়ায় সকাল সকাল মানুষের উপস্থিতি কম দেখা যায়। গণপরিবহনের কাউন্টারগুলোতে ভিড় নেই। দু-একজন যাত্রীকে পকেটে হাত ঢুকিয়ে ধীর পায়ে এসে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। শীতের সকালে বাস কন্ট্যাক্টরদের গলা দিয়েও যেন শব্দ বের হয় না।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী সকাল ৬টা ২৮ মিনিটে সূর্যোদয় হলেও দৃশ্যত সকাল ৮টার আগে ভোর হয়েছে বলে মনেই হয় না। ঘন কুয়াশার কারণে অনেকের ঘুম ভাঙছে দেরিতে। শীত পড়তে শুরু করায় ফুটপাত থেকে শুরু করে অভিজাত এলাকায় পিঠার দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। উনুনের পাশে দাঁড়িয়ে নারকেল ও গুড়ের তৈরি গরম ভাপাপিঠা খেয়ে তৃপ্ত হচ্ছেন নগরবাসী।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। রোববার (৭ ডিসেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত ৫টা ১১ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় সকাল সাড়ে ৬টায়।
এমইউ/বিএ/জেআইএম