‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন নিয়ে টিআইবির অবস্থান


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১১ নভেম্বর ২০১৫

গত ২৫ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রকাশের পর জাতীয় সংসদে ৯ নভেম্বর ২০১৫ অনুষ্ঠিত আলোচনার পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বহুমুখী মন্তব্য ও অভিমতের প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের দৃষ্টি আর্কষিত হয়েছে।

বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়, বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে বরাবরের মত এবারের উল্লিখিত প্রতিবেদনও সর্ম্পূণ বস্তুনিষ্ঠ, তথ্য-নির্ভর, গবেষণা- প্রসূত যা সংসদ সচিবলায়, সংসদে প্রত্যক্ষ র্পযবেক্ষণ ও বিটিভি প্রচারিত সরাসরি সম্প্রচার থেকে প্রাপ্ত। গবেষণা প্রতিবেদন বাস্তব অবস্থার প্রতিফলন ঘটেছে।

তবে প্রতিবেদনের কোন অংশ বা নির্বাহী পরিচালকের কোন বক্তব্যে যদি কোন সম্মানিত সংসদ সদস্য আহত হয়ে থাকেন তাহলে তা কবলেই ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে আমরা বিশ্বাস করি।

টিআইবি পরিচালিত পার্লামেন্ট ওয়াচ শীর্ষক গবষেণার একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের মহান জাতীয় সংসদের কার্যকরতা বৃদ্ধিতে গঠনমূলক অবদানের মাধ্যমে সংসদের সম্মান ও মর্যাদা উন্নত করায় অনুঘটকরে ভূমিকা পালন করা। জাতীয় সংসদের প্রাতিষ্ঠানিক মর্যাদা বিন্দুমাত্র ক্ষুন্ন করা টিআইবির উদ্দেশ্য নয়। বরং সংসদের প্রতি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণের প্রত্যাশা পূরণ, আস্থা ও সম্মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে,  এই লক্ষেই উক্ত গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালিত হয়।

এইচএস/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।