১৮ ডিসেম্বর পালন হবে ‘অভিবাসী দিবস’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২০

প্রতি বছর ১৮ ডিসেম্বরকে ‘জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের ‘গ’ ক্রমিকে অন্তর্ভুক্তিকরণের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রীরা এই বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এই প্রস্তাবটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিয়েছে। তাদের একটা বক্তব্য ছিল, ১৮ ডিসেম্বর সারা পৃথিবীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালন করা হয়। ১৭৩টি দেশে আমাদের ১ কোটি ২০ লাখ অভিবাসী আছেন, তারা কাজ করছেন। ১৮ বিলিয়ন ডলার ইতোমধ্যে প্রেরণ করেছেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা আন্তর্জাতিকভাবে আইওএম’র তত্ত্বাবধানে যেহেতু পালন করা হয় আমাদের এখানে ‘গ’ শ্রেণির দিবস হিসেবে পালন করা হবে এটা মন্ত্রিসভায় গৃহীত হয়েছে।’

আরএমএম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।