সুনামগঞ্জে নাগরিক সাংবাদিকতা কর্মশালা
সুনামগঞ্জে কিশোর-কিশোরীদের নিয়ে তিন দিনব্যাপী নাগরিক সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশের উদ্যোগে ৯ নভেম্বর শুরু হওয়া এই কর্মশালা বুধবার (১১ নভেম্বর ২০১৫) শেষ হয়।
স্থানীয় এফআইভিডিভি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন কেয়ারের উইমেন অ্যান্ড গার্লস লিড গ্লোবাল প্রকল্পের ব্যবস্থাপক রওনক জাহান। উপস্থিত ছিলেন প্রকল্পের টিম লিডার রেজা মাহমুদ আল হুদা।
এতে প্রশিক্ষণ প্রদান করেন কেয়ার বাংলাদেশের কনসালট্যান্ট আবদুল্লাহ হাসান, বাংলাদেশ টেলিভিশনের সংবাদ প্রযোজক মো. মনিরুজ্জামান খান, জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক আরিফুল ইসলাম আরমান ও চিলড্রেন মিডিয়া ফোরামের সমন্বয়ক সাইফ মাহদী।
তিন দিনব্যাপী কর্মশালায় কিশোর-কিশোরীরা শিশু অধিকার, গণমাধ্যম, সংবাদ, সংবাদের উৎস, সংবাদের শ্রেণীবিভাগ, সংবাদ শীর্ষ কী এবং কেন, সংবাদ শীর্ষের উপাদান, লেখার নিয়ম ও উদ্দেশ্য, সংবাদ লেখার কৌশল ও কাঠামো, সংবাদমূল্য নিরূপন, সংবাদের বৈশিষ্ট্য, নাগরিক সাংবাদিকতা, সাংবাদিকতার নীতিমালা, সাংবাদিকের গুণাবলী, ইস্যু কি, নাগরিক সাংবাদিকতার ইস্যু নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা নেয়।
নাগরিক সাংবাদিকতা বিষয়ক এই কর্মশালায় সুনামগঞ্জে ৩টি উপজেলার প্রত্যন্ত উপজেলার ২০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।
এএ/এমএস