আইন করে হরতাল বন্ধের দরকার নেই : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৭ নভেম্বর ২০১৪

আইন করে হরতাল বন্ধের দরকার নেই তবে হরতালের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আইন করে হরতাল বন্ধের দরকার নেই। সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতের হরতালের মতো কর্মসূচি বেআইনি, উগ্রতা ও জাতীয় স্বার্থবিরোধী। এ হরতালের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক হিংস্রতার মুখে ঠেলে দিতে চাইনি বলেই পরীক্ষা পেছানো হয়েছে। যারা দেশকে পরাধীনতা ও পেছনের দিকে ঠেলে দিতে চায় তারাই ধংসাত্মক কর্মসূচি দিচ্ছে। এবার সঙ্কটের মধ্যদিয়ে পরীক্ষা শুরু হয়েছে। গত বছরও আমাদের এ সঙ্কট মোকাবেলা করতে হয়েছে। এত কিছুর মধ্যেও শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পরীক্ষা দিচ্ছে।

এ সময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপিকা ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দিলারা হাফিজ, যুগ্মসচিব জাকির হোসেন ভুইয়া, রুহি রহমান উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।