মিরপুরে ২০০ শয্যা বিশিষ্ট মাতৃ ও শিশু হাসপাতাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০

মিরপুরের লালকুঠিতে ২০০ শয্যা বিশিষ্ট মাতৃ ও শিশু হাসপাতালের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে দুই দিনব্যাপী ‘পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মিরপুরের লালকুঠিতে অবস্থিত মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (এমসিএইচটিআই) এই হাসপাতালের উদ্বোধন করা হয়।

হাসপাতালটিতে ২০১৯ সাল থেকে পরিবার পরিকল্পনা, গর্ভকালীন ও প্রসূতি সেবা, শিশুসেবা ও বয়ঃসন্ধিকালীন সেবা প্রদান করা হয়। সম্পূর্ণ অটোমেশনে স্বল্পমূল্যে রোগীদের সেবা প্রদান করা হয় বলে হাসপাতালটির পরিচালক ডা. মোহা. শামছুল করিম জানান।

jagonews24

তিনি বলেন, এই হাসপাতালে মোট ১৪টি ইউনিট রয়েছে। কার্ডের সাহায্যে অটোমেশনের মাধ্যমে এখানে রোগীদের সেবা দেয়া হয়। বাচ্চাদের জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিটও রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান প্রমুখ।

এসএম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।