নাট্য সমিতির উৎসবে পঞ্চগড়ের ‘পাখিদের বৈঠক’
পাখিদের বৈঠক। এটি একটি নাটকের নাম। আগামীকাল বৃহস্পতিবার দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষপূর্তির নাট্যেৎসবে এই নাটক পরিবেশন করবে পঞ্চগড়ের নাট্য সংগঠন ভূমিজ।
‘পাখিদের বৈঠক’ নাকটটি তাদের ১৭তম প্রযোজনা বলে জানা গেছে। নাটকটির কাহিনী গড়ে ওঠেছে পাখিদের নিয়ে মানুষের মুখে মুখে ছড়ানো গল্প আর কাল্পনিক কিছু দৃশ্য নিয়ে।
রচনা ও নির্দেশনা দিয়েছেন সরকার হায়দার। অভিনয় করেছেন নাসরীন আকতার, মুস্তাক আহমেদ, রাসেল রঞ্জু, ইব্রাহীম এলিন ও আতিক রহমান।
আবহ ও কণ্ঠ দিয়েছেন ভূমিজের রইসউদ্দিন, আনোয়ার, রাসেল, সরকার হায়দার, ব্যবস্থপনায় আছেন রুবিনা সরকার। এই উৎসবে নাটকটির প্রিমিয়ার অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন ভূমিজ কর্তৃপক্ষ।
পাখিদের মিথ, পাখিদের নিয়ে কল্পনার কথাবার্তা, তাদের নিয়ে মনুষের দারুণ টুকরো টুকরো স্মৃতিময় ঘটনা আর পাখিদের ডানায় লেগে থাকা মানুষের জীবনপ্রবাহ নিয়ে গড়ে ওঠেছে পাখিদের বৈঠক নামে নাটকটির পটভূমি। চলমান কোনো গল্প নয়, নাটকটির মধ্যে উপস্থিত অনুভূতিময় ঘটেছে এমন কিছু ক্ষুদ্র দৃশ্য দেখে দর্শক স্মৃতিকাতর হয়ে উঠবে আশা করছে ভূমিজ। যেমন গাছ থেকে পড়ে যাওয়া পাখির ছানাটির চিৎকার শুনে সব পাখি এসে তাকে বাঁচাতে চায়। বলেছেন, পাখিদের বৈঠক নাটকের নাট্যকার ও নির্দেশক সরকার হায়দার।
সফিকুল আলম/এমএএস/এমএস