প্রধানমন্ত্রীকে মোদির ধন্যবাদ


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১১ নভেম্বর ২০১৫

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করায় বুধবার শেখ হাসিনাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটার বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রীর দফতর এ তথ্য নিশ্চিত করেছে। খবর পিটিআই`র।

পিটিআইর এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদি। এ সময় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে সহযোগিতা করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দীপাবলি উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানান মোদি।

এদিকে, অনুপ চেটিয়াকে ফেরত দেয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

উলফার প্রতিষ্ঠাতা সদস্য ও জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়ার বিরুদ্ধে ভারতে খুন, অপহরণ, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক ছিলেন অনুপ চেটিয়া। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনটি মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত।

বুধবার সকালে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।