কবি তনন হত্যাকারীদের গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০২০

কবি ও সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ মোনাব্বির আহমেদ তননের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তনন মঞ্চ ও অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিট। শুক্রবার (৪ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সংক্ষিপ্ত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

এসময় বক্তারা বলেন, 'প্রভাবশালীদের মদদে বর্বরোচিত ঘটনার মাধ্যমে তননের মতো কলম সৈনিককে হত্যা করে বুদ্ধিবৃত্তিক চর্চা কখনও দমিয়ে রাখা যায়নি, আর যাবেও না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অগণিত সুশীল সমাজের আলোকিত বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এখনও দেশের কোথাও কোথাও চিন্তাশীল ও সৃষ্টিশীল মানুষকে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হচ্ছে।'

তারা আরও বলেন, কবি সাহিত্যিকরা জাতির বিবেক। তাদেরকে হত্যা করা মানে জাতীর বিবেককে হত্যা করা। তনন ছিলেন একজন অত্যন্ত মানবতাবাদী কবি ও সংগঠক। তার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

এছাড়া লিখিত বক্তব্যে তারা দাবি করেন- ১. এজাহারভূক্ত আসামিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ২. সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে মদদদাতাদের ও আশ্রয়দাতাদের চিহ্নিত করতে হবে। ৩. দোষীদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা গ্রহণের সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ৪. কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ৫. প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬. সৃষ্টিশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চার সাথে জড়িতদের কারো অনভিপ্রেত ও অস্বাভাবিক মৃত্যু ঘটলে অভিযুক্তদের বিশেষ আদালতের মাধ্যমে দ্রুত বিচারকাজ সম্পন্ন করতে হবে।

এওয়াইএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।