তামাকজাত দ্রব্যের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখের আহ্বান


প্রকাশিত: ০৭:৩০ এএম, ১১ নভেম্বর ২০১৫

সকল ধরনের তামাকজাত দ্রব্যের মোড়কে উৎপাদন, প্যাকেটজাতকরণ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন ভোক্তা অধিকার আন্দোলন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো দীর্ঘদিন ভোক্তাদের (ধুমপায়ী ও তামাক সেবী) সঙ্গে এ বিষয়ে প্রতারণা করে আসছে। তামাক কোম্পানিগুলো বিড়ি, সিগারেটসহ বিভিন্ন ধরনের তামাকজাত দ্রব্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করে না।

বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই পণ্যটি কখনই আজীবন মেয়াদের ব্যবহার উপযোগী হতে পারে না।নিশ্চয়ই তা একটি নির্দিষ্ট মেয়াদান্তর পর ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

`ভোক্তা অধিকার সংরক্ষণ-২০০৯` উল্লেখ বক্তারা বলেন, এই আইনের ৩৭ ধারায় বলা হয়েছে- কোনো ব্যক্তি কোনো পণ্য মোড়কাবদ্ধভাবে বিক্রয় করিবার এবং মোড়াকের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উৎপাদন, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করতে বলা হয়েছে। অন্যথায় অনূর্ধ এক বছরের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দন্ডিত হতে হবে।

তারপরও কোম্পানিগুলো বিভিন্নভাবে আইন বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন। জনস্বার্থে অবিলম্বে এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

এএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।