নওগাঁয় বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত


প্রকাশিত: ০৭:১৬ এএম, ১১ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

নওগাঁর সাপাহার ভারতীয় সীমান্তের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মাসুদ রানা (১৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আহত মাসুদ রানাকে উদ্ধার করে বুধবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুদ রানা উপজেলার করমুডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামসহ স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে উপজেলার করমুডাঙ্গা সীমান্ত দিয়ে ৮/১০ জন গরু ব্যবসায়ী ভারতে যান গরু আনতে। গরু নিয়ে বুধবার ভোরে উপজেলার করমুডাঙ্গা সীমান্তের ২৪০ নং পিলারের কাছ দিয়ে দেশে ফেরার সময় তাদের উপর ভারতের ৩১ বিএসএফের তালতলী ক্যাম্পের জোয়ানরা কয়েকটি রাউন্ড গুলি করে। এতে গরু ব্যবসায়ী মাসুদ রানা আহত হলে তাদের সঙ্গে থাকা ১৫/১৬টি গরু ছেড়ে দিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে সকালে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বিজিবি-১৪ পত্নীতলার অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, হিন্দু সম্প্রদায়ের কালীপূজা উপলক্ষে কয়েকজন যুবক ভারতে যান। ভোরে দেশে ফেরার সময় বাংলাদেশি সীমান্তের ভারতের ১০০ গজ অভ্যন্তরে ভারতীয় ৩১ বিএসএফের তালতলী ক্যাম্পের জোয়ানরা হাত বোমা নিক্ষেপ করে। এতে মাসুদ রানা আহত হয়েছেন। তবে গুলিতে আহত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আব্বাস আলী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।