৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১১ নভেম্বর ২০১৫

পরীক্ষার মান বন্টনে পরিবর্তন সম্পর্কিত ৬ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীরা। বুধবার সকালে এ উপলক্ষে ঠাকুরগাঁও চৌরাস্তায় মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ৬টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেয়া কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেয়া তাদের পক্ষে সম্ভব না।

এছাড়া শিক্ষার্থীদের ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্রের কথা চিন্তা করে এ সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় তারা।

মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি দেয়ার সময় ঠাকুরগাঁওয়ের সকল স্কুলের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রবিউল এহসান রিপন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।